আমাদের কথা খুঁজে নিন

   

নির্যাতনে বিএনপির আইনজীবী এম ইউ আহম্মেদের মৃত্যু

সহজ সরল ভালবাসা সুন্দর পুলিশ হেফাজতে মারা গেছেন আদালতে হট্টগোল মামলার আসামি এডভোকেট মমতাজ উদ্দিন (এম ইউ) আহম্মেদ। শুক্রবার দুপুর ১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এম ইউ আহম্মেদ মারা যান। আদালতে হাতাহাতির ঘটনায় পুলিশের দায়ের করা দুটি মামলায় গত ১১ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়েছিল। উল্লেখ্য, গত ১১ আগস্ট বিএনপি সমর্থিত আইনজীবী এমইউ আহম্মেদকে আদালতে হট্টগোল মামলায় তার সেগুন বাগিচার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরদিন তাকে গুরুতর অসুস্থ অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে তার স্ত্রীর সেলিনা আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ আগস্ট হাইকোর্টের দেয়া আদেশে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একই সাথে ৪ সপ্তাহের মধ্যে এম ইউ আহমেদের অসুস্থতার কারণ জানাতে স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশের আইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, গোয়েন্দা বিভাগের (ডিবি) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল, জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটের পরিচালকের প্রতি রুল জারি করা হয়। এম ইউ আহম্মেদের স্ত্রী অভিযোগ করে বলেন, পুলিশ তাকে সুস্থ অবস্থায় গ্রেপ্তার করেছে। কিন্তু পুলিশ হেফাজতে নির্মম নির্যাতন করার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.