সরবে চাঁদাবাজী করলাম। ! ! প্রতিবছর ঈদেই করতে হয়! ! নাহ্ এটা কোন নীরব চাঁদাবাজী নয় ! ! অফিসের সব কর্মকর্তাদের পকেট থেকে ! না করে উপায় কি বলুন?? ! আমারা না হয় মোটা অংকের বেতন, বোনাস পাই, কিন্তু ওরা যারা অফিসে সবার আগে আসে আর সবার পরে অফিস থেকে যায়, আর সব রকমের ফরমায়েশ চাপিয়ে দেই। দিনে চোদ্দ বার চা অর্ডার দিয়ে খাই, মেহমানকে খাওয়াই। তাদের জন্য না হয় সরব চাঁদাবাজী করলাম। টাকার পরিমান ভালোই উঠেছে, একটু মুখের হাসি যদি ফোটে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।