আমাদের কথা খুঁজে নিন

   

আত্নহত্যার চেষ্টা তাও আবার ভালোবাসার জন্য!

চলে যাব একদিন.............নিরবে গুলশান-২ থেকে বাসায় ফিরতে ছিলাম ইফতার বাসায় করার জন্য কিন্তু ইফতার হলো ক্ষিলক্ষেত রেল লাইনের উপর তাও শুধু পানি দিয়ে। কারন আমার কলেজ ফ্রেন্ড আমাকে ফোন করল বলে ক্ষিলক্ষেত আয় জরুরী কথা আছে তাই বাস থেকে নেমে তার সাথে সাক্ষাত করলাম এবং আমাকে একটা চিরকুট দিয়ে বলে আমি আজকে রাতে চলে যাচ্ছি এটা আমার বাড়িতে পৌঁছে দিবি আর ভালো থাকিস বলে হাঁটা ধরল রেল লাইন বরাবর। আমি বললাম কোথায় যাস বলে জানি না , একথা বলতে বলতে আমি তার চিরকুট খুলে পড়ে অবাক! তিনবছরের প্রেম অস্বীকার করেছে প্রেমিকা ‍। এই ডিসেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল । কিন্তু স্বপ্ন নাকি ভেঙ্গে গেছে মাস খানিক আগেই অনেক বোঝানোর চেষ্টা করেছে কিন্তু তাতেও নাকি প্রেমিকার মন গলেনি।

প্রেমিকার ভাষ্য ঃআমি আমার বাবাকে কষ্ট দিয়ে তোমাকে বিয়ে করতে পারব না, আমার বাবা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে এখন তার কথাই আমার সব। সেই তার বন্ধুকে কথা দিয়েছে তার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য । আমার বাবাকে তোমার কথা বলেছি বাবা এক রোখা দুইদিন ধরে না খেয়ে আছে আর মা বলে আমার কিছু করার নেই........... তাই সে রেল লাইনে আত্নহত্যা করবে বলে বাসা থেকে চলে এসেছে। শুধু তার মায়ের কথা মনে হওয়ায় এই চিরকুট লিখেছে মাকে দেওয়ার জন্য। চাকুরীটা ছেড়ে দিয়েছে নাকি মাস খানিক আগে, জীবনে ঊর্পাজন করে কি হবে বলে।

কোনকিছুই তাকে বোঝায়ে লাভ হচ্ছে না তার একটাই কথা আমি স্বপ্নেও ভাবিনি এমন হবে! আমি না বোঝাতে পেরে রেগে বললাম মরলে মর কারও কিছু হবে না তোর জীবন নিয়ে তুই চলে যাবি কারও কিছু হবে না। যাকে ভালোবেসে তুই আজ আত্নহত্যা করতে যাচ্ছিস সে কি তোর জন্য কোন করুনা করবে ? না ! তবে কেন এই আত্নহত্যা? এই প্রশ্নের জবাব নেই । জবাব শুধু একটাই ওকে আমি আমার জীবনের চাইতে তাকে বেশী ভালোবাসতাম ,কি করিনি তার জন্য আর সে যদি আমাকে ছেড়েই যাবে তাহলে দুইবছর আগে কেন গেল না? আমি জোর করে আমার বাসা পর্যন্ত নিয়ে এসেছি এখন ঘুমের ঔষধ খেয়ে ঘুমাচ্ছে। এই শালা বাসা থেকে বের হলেই অঘটন ঘটাতে পারে কি করা যায়? তাই আমি ব্লগে শেয়ার করলাম। আপনাদের সুপরার্মশ আশা করছি! প্লিজ কেউ ঠাট্রা করবেন না ।

আমি নিজেও চিন্তায় আছি শালা আমার কপালেও কি ........ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।