আমাদের কথা খুঁজে নিন

   

আত্নহত্যার প্রক্রিয়া



(একজন মানুষ অবশেষে আত্নহত্যা করলেন।তার ডায়েরী পড়ে জানা গেল শারীরিক মৃত্যুর অনেক আগেই তার অন্য এক মৃত্যু হয়েছিল।সেই মৃত্যুর প্রক্রিয়া নিয়ে এই লেখা।) মায়ের গর্ভ থেকে যখন জন্ম নিলাম, বাবা-মা,উঠোন,বরইতলা,হ্যারিকেন,গেঁয়ো ভদ্রসিঁথি- সবকিছুর জন্য একটু একটু করে মরে গেছি। কৈশোরে ছিলো অবমুক্ত পৃথিবী। সহজলভ্য কিছুকে পাবার লোভে এবং ক্রমাগতঃ না জানাজনিত ভুলে মরে গেছি আরো অনেকখানি; ভুলে গেছি দুরন্ত আর অসম্ভবের পানে সহজ পায়ে এগিয়ে যাবার কথা - মরে গেছি নিজের অজান্তে; আরো খানিকটা বেঁচে ছিলাম;ইচ্ছা ছিলো-স্পৃহা ছিলো; সেই ছেলেবেলা - যারা ভালবেসেছিলো- তাদের মরে যাবার ইতিহাস - আমার মাঝে রাখতে গিয়ে - আজ মনে হয় - পুরোপুরি মরে গেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।