এরা হলেন- শার্শা উপজেলার পুটখালি গ্রামের আব্বাস আলির ছেলে আলমগীর হোসেন(২৩) ও একই গ্রামের মিজানুর রহমানের ছেলে মফিজুর রহমান (২২)।
শুক্রবার দুপুরে পুটখালি সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবির খুলনা ২৩ ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল জলিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভারতে সোনা পাচারের গোপন সংবাদ পেয়ে আলমগীর ও মফিজুরকে আটক করা হয়। ওই সময় তারা বেনাপোল থেকে মোটরসাইকেলে পুটখালি যাচ্ছিলেন।
তাদের দেহ তল্লাশি করে এককেজি দুইশ গ্রাম ওজনের দশটি সোনার বার পাওয়া যায় বলে জানান জলিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।