ক্রিকেট জুয়াড়ি সন্দেহ ভারতীয় এক নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরে বেনাপোল বাজার থেকে অতনু দত্ত (৪০) নামে এই ভারতীয় নাগরিককে আটক করেন গোয়েন্দা সদস্যরা। বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি মো. মনিরুজ্জামান জানান, তার বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা ছিল। এ জন্য তিন দিন ধরে ইমিগ্রেশন এলাকায় রেড অ্যালার্ট চলছিল। পুলিশ ধারণা করছে, টি-২০ বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ে জুয়াড়ি হিসেবে অতনু বাংলাদেশে প্রবেশ করেছিলেন।
তিনি চোরাচালানের সঙ্গে জড়িত থাকতে পারেন। ভারতের দক্ষিণ চবি্বশ পরগনা জেলার দীনেশপল্লী মিউনিসিপ্যাল পার্ক এলাকার মনিন্দ্র দত্তের ছেলে অতনু ১৫ মার্চ ভারতীয় পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশে আসেন। তার ভিসার মেয়াদ শেষ হয় ৩১ মার্চ। এর পরও অবৈধভাবে অবস্থান করছিলেন তিনি। বৃহস্পতিবার অতনু বেনাপোলের একটি অফিসে বসে অন্য লোকের মাধ্যমে তার পাসপোর্ট ইমিগ্রেশনে পাঠান, এর পরই তাকে আটক করা হয়।
এদিকে আটক অতনু সত্যিকারে ক্রিকেট জুয়াড়ি কি না তা ঢাকায় গোয়েন্দা সংস্থার দফতর থেকে স্পষ্ট করে জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, টি-২০ বিশ্বকাপে কোনোভাবে যেন ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা না ঘটে সেদিকে কড়া নজর রাখা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।