আমাদের কথা খুঁজে নিন

   

বেনাপোলে দুর্ভোগে ভারত ফেরতরা

শুক্রবার রাত থেকে ঢাকার পথে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
এ পরিস্থিতির শিকার ঢাকার ব্যবসায়ী আব্দুস সেলিম বলেন জানান, শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে ভারত থেকে দেশে ফিরে ঈগল পরিবহনের বেনাপোল কাউন্টারে আটকা পড়েছেন। বাস না ছাড়ায় বাড়িতে ফিরতে পারছেন না তারা।
“অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পরিবার নিয়ে আমরা এখানে আছি,” বলেন তিনি।
শনিবার সকালে দেশে ফিরে একই  পরিস্থিতিতে পড়েছেন ঢাকার মিরপুরের বাসিন্দা রফিকুল ইসলাম।

 
ঈগল পরিবহনের বেনাপোল কাউন্টারের ব্যবস্থাপক এম আর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চালককে পুড়িয়ে হত্যা, মহাসড়কে গাড়ি ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়ার প্রতিবাদে চালকরা নিরাপত্তাহীনতার আশঙ্কায় গাড়ি চলাচল বন্ধ রেখেছেন।
তবে অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
এদিকে ভারত-বাংলাদেশ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোশারেফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আউটগোয়িং ও ইনকামিং যাত্রীর সংখ্যা অন্যান্য দিনের মতোই। ”
আগামী ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে রোববার ‘ঢাকা অভিযাত্রা’ কর্মসূচি ঘোষণা করে সারা দেশ থেকে জনগণকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।


বিরোধী জোটের এ কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এ পরিস্থিতিতে কর্মসূচির দুদিন আগেই দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখীপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। কোথাও কোথাও পরিবহন ধর্মঘট ডেকেছেন শ্রমিকরা।
রাজধানীতেও শনিবার সকাল থেকে গণপরিবহনের সংখ্যা কমে এসেছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.