বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশন ভবন থেকে আন্তর্জাতিক স্বর্ণ পাচারকারী চক্রের সদস্য ভারতীয় নাগরিক অতুনু দত্তকে আটক করা হয়েছে।
আজ সন্ধ্যায় ভারতে ফিরে যাওয়ার অতুনু দত্তকে আটক করা হয়।
আটক ব্যক্তি আন্তর্জাতিক স্বর্ণ পাচারকারী চক্রের এক হোতা বলে নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।
তিনি জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে র্যাব ৬ ও গোয়েন্দা সংস্থা এনএসআই কর্মকর্তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিক অতুনু দত্তকে গত ৩ দিন আগে কালো তালিকাভূক্ত করা হয়। আজ সন্ধ্যায় ভারতে ফিরে যাওয়ার জন্য অতুনু দত্ত ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন।
এ সময় তাকে আটক করে যশোর র্যাব-৬ এবং গোয়েন্দা কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।