বৃহস্পতিবার দুপুরের পর বেনাপোলের সীমান্তবর্তী পুটখালি ও দৌলতপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের বাড়ি টাঙ্গাইল, গোপালগঞ্জ ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।
খুলনা-২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তায়েফ উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দালালরা ভালো কাজ দেয়ার কথা বলে পুটখালি ও দৌলতপুর এলাকা থেকে নয় পুরুষ, পাঁচ নারী ও এক শিশুকে ভারতে পাচার করছে খবর পেয়ে বিজিবি টহল দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
এছাড়া ভারত থেকে আসার সময় পুটখালি সীমান্ত থেকে চার পুরুষকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে থাকা দালালরা পালিয়ে গেছে বলেও জানান বিজিবি কর্মকর্তা।বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রফিক জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।