রোববার বিকালে নামাজ গ্রামের পেচোর বাঁওড়ে মাছ ধরার সময় ওই চার জেলে এক সঙ্গে বজ্রপাতের শিকার হন বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- সাদ্দাম হোসেন (২১), ইমরান হোসেন (১৫), মতিয়ার রহমান (২৫) ও তুহিন আলম (১৭)। তাদের বাড়ি বেনাপোলের রঘুনাথপুর ও সরবাংহুদা গ্রামে।
বেনাপোল পোর্ট থানার ওসি মিজানুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই জেলেরা বৃষ্টির মধ্যে বাঁওড়ে মাছ ধরছিল। বজ্রপাত হলে চারজন একই জায়গায় পুড়ে ঘটনাস্থলেই মারা যায়।”
বজ্রপাতে জেলে সর্দার শান্তি (৪৮) ও অধর (২৮) আহত হন। তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।