আমাদের কথা খুঁজে নিন

   

পরগাছা

আমার সারা জীবনের সব সাধ-আহ্লাদ কেমনে ছাড়ি-এক ফোঁটা বিষের জন্য? জানি, এটুকু দুঃসাহস উৎসবিহীন এই একাকী আমার নয়। মনের কোণের ফর্সা পানির প্রবল খরার স্রোতের নয়, কেমনে জানি দিন ফেরারী নগর-প্রেমী ঠিক যেমনি হয় ভিখেরী, নিঃস্ব হয়েও- উদোম গায়ে বাগানের সব তাজা ফুলের উৎস হয়! খুব ইচ্ছে আজ বিলীন হই, অংকবিহীন বেহিসেবী ক্ষেপাটে এক প্রেমিক হই- জীবন পিষে এক জীবনে ভাঁজবিহীন ঐ তোমার শরীর- নিরাভরণ পেঁচিয়ে রই, খুব ইচ্ছে আজ বিলীন হই। বিনিয়ামিন (ডায়েরী থেকে) ১৩ ডিসেম্বর ২০০৮, কালিমপং, দার্জিলিং।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।