শঙ্খপাপ আমার
পরগাছা
আমাদের নিজস্ব অভিধান নেই, জলের মায়া নিয়ে আমরা আগলে থাকি তোমাদের লোকালয়, তোমাদের শরীরের গন্ধ শুঁকি হেমন্তপালক;
শুধু বুকের বাঁ পাশে সকরুণ পাটকাঠি দিয়ে লেখা থাকে- পরগাছা।
ভালবাসার আধুনিকায়ন চাই
হার্দ্যের নবীন বিবরণী প্রকাশ হোক
ভালবাসতে ভুল করছে নব্যাগত সকল নবান্নকৈতর!
কবিতার শরীর পাল্টে, জলের ছায়ায় জল ঝরে
ভালবাসার আধুনিকায়ন সংজ্ঞা চাই।
প্রার্থনা
সময়,
বৃত্তাকারে দাঁড়িয়ে আছে কেন? সরে বস, রেখাকারে দাঁড়াও-
আলোকবর্ষের এপাশ-ওপাশ; পাটগাছের মতন লম্বা হও
তবেই আমাদের লুলা জনমের সাঙ্গ কিংবা সুধাসুর হবে।
---------------------
শরীর পুড়ে যাক- গভীরে, সমস্ত অনু-পরমাণুর গভীরে; কোর্য়াক থেকে জন্ম নিক অন্য এক কোর্য়াকের শরীর! চেতনার বদ্ধমূলে গেঁথে যাক চুপটি
চেলাকাঠ
---------------------
সেন্ট লাম্বার্ট
২১/০১/২০০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।