সব হৃদয়ের গল্প বলি, রংধনুটাকে রং করি, নির্ঘুম চোখের কথা নিয়ে বৃষ্টির মত ঝরে পড়ি
অত্যান্ত বিশ্বস্ত সূত্রে জানানো যাচ্ছে যে, আজ আমাদের সামু ব্লগের তিন বিশিষ্ট ব্লগার স্ব স্ব অবস্থানে থেকেই সিংহের খপ্পরে পড়েছেন তারা হচ্ছেন অপ্সরাপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ভাইয়া।
.
.
.
তবে ভয়ের কোন কারণ নেই। এই সিংহ তাদের শারিরীক ভাবে কোন ক্ষতি করবে না, বরং মানসিকভাবে প্রভাব ফেলতে পারে।
সিংহ > (২৩শে জুলাই থেকে ২৩শে আগষ্ট) আজ ১৭ই আগষ্ট, উক্ত ব্লগার ত্রয়ীর জন্মদিন। তাই আসুন তাদের জন্য মঙ্গল কামনা করি।
আমার দেখা ব্লগার ত্রয়ীঃ
১। অপ্সরাপু : দল মত নির্বিশের্ষে সবার উর্দ্ধে সবার প্রিয় আমাদের অপ্সরাপু । সবার উর্দ্ধে কারণ তিনি বেশিরভাগ সময় স্বর্গে অবস্থান করেন। যখন স্বর্গে থাকতে থাকতে বোরিং ফিল করেন ঠিক তখনই এই ধরাধমে কিছু সময়ের জন্য পর্দাপন করেন। আর সে সময়ে আমাদের এই ব্লগ পায় স্বর্গের প্রশান্তি সমৃদ্ধ পোষ্ট উপহার।
যেহেতু উনাকে এই চর্ম চোক্ষে দেখা যায় না, তাই তাকে কল্পনা করি তার উপরের প্রো-পিকের ছবির সাথেই । অবশ্য অতি অ-নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে তিনি নাকি আরো একটি শাখা খুলেছেন এই ব্লগে। সেটা যে কেন তা অবশ্য আমার বোধগম্য নহে । তবে আমার কাছে তিনি সব সময় এ্যান্জেলিকা আপু হয়ে আছেন এবং থাকবেন। আশা রাখি আজ আপু এই ধরাণীতে কিছু সময়ের জন্য হলেও আসবেন এবং আমি চাই যে তিনি তার এই অপ্সরা নিক থেকেই আমার পোষ্ট উপহার দিক।
কারণ এখনও আমাদের কাছে এই অপ্সরা নিককেই অনেক বেশি আপন মনে হয়।
২। নাফিস ইফতেখার : ইনাকে সামুতে সবাই এক নামেই চিনে। নাফিস ইফতেখারের টেকি পোষ্টের কল্যাণে আজ আমার মত আনাড়ী প্রতিদিন-ই কারো না কারো কোন টেকি সমস্যার সমাধান করে চলছি। তার কাছ থেকে সাহায্য চেয়ে কোনদিন বিমুখ হইনি।
তিনি শুধু টেকি নয়, মানুষের মন, ভালবাসা ইত্যাদি নিয়ে তার চেয়ে বেশি গবেষণা আর কারো পোষ্টে দেখিনি। তার জনপ্রিয়তার ঈর্ষায় অন্যান্য ব্লগে তার নাম ভাঙ্গিয়ে ফায়দা লুটার চেষ্টা করেছেন অনেকে। অবশ্য সেটা ধরা পড়তে সময় লাগেনি। চমৎকার এই মানুষটির সাথে আমার পরিচয় ব্লগিং এর শুরুতেই। তখন তার সব পোষ্ট আমি পাগলের মত একটা পর একটা পড়তাম।
একদিন ইয়াহুতে যোগ হলাম। চ্যাটিং ... এরপর ফোনে কথা চলল.... তারপর গত বছর বাংলা ব্লগিং দিবসে তার বাসায় প্রথম দেখা। সেখান থেকে একসাথে সামু অফিসে আসা, তারপর তার অফিস (চ্যানেল আই) গিয়ে তার কাজ দেখার সৌভাগ্য হয়েছে। সর্বশেষ আজ সকালে আমি অফিস যাবার পথে উনার বাসায় গিয়ে ঘুম ভাঙিয়ে ফুলের শুভেচ্ছা দিয়ে এসেছি
৩। একরামুল হক শামীম : অসম্ভব বিনয়ী একজন মানুষ এই শামীম ভাইয়া।
তিনি এখন পর্যন্ত ব্লগে তার ক্লীন ইমেজ বজায় রেখে চলেছেন। অবশ্য এর পিছনে একটা বিষয় আমি লক্ষ্য করেছি, তা হল আমি কোন ছবিতে বা সামনাসামনি তাকে ক্লীন শেভ ছাড়া দেখিনি সর্বদা তিনি হাসিমুখে সবাইকে মুক্তো বিলাচ্ছেন অকাতরভাবে। শামীম ভাইয়ার সাথে আমার দেখা যাত্রাবাড়ীতে আন্দালীব ভাইয়ের ডাকা একটা অনুষ্ঠানে এসে। এরপর আরো অনেকবার দেখা হয়েছে। সব সময় সেই একই চিত্র > হাসিমাখা মুখ
সিংহের খপ্পরে পড়া উক্ত ব্লগারদের জন্মদিন আজ।
সবাইতো রাত থেকে কেক্কু খাওয়াছেন এখনতো দিন রোজা চলে তাই আমি আর কোন খাবার জিনিস দিয়া লোভ না দেই (মনে মনে কইতাছি যাক্ বাবা খরচা কমলো )
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
::::::::::আপনাদের সবার জন্য জন্মদিনের গানটি শোনেন ::::::::::
এই গানের প্রতিটি চরণ যেন আমাদের হৃদয়ের কথা
গানটির শেষ চরণের মত বলি...
''তুমি আপন গুনে উজ্জল হও
রইল কামনা..... এ জন্মদিনে। ''
::::::::::::::::::::::::::::::::শুভ জন্মদিন :::::::::::::::::::::::::::::::::: ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।