আমাদের কথা খুঁজে নিন

   

সিংহের সাধারণ জ্ঞান সমাচার

পছন্দ নির্জন বাস, বই পড়া, গান শুনা, আবৃত্তি করা । পেশা দিন মজুর। সিংহের খুব মন খারাপ। তাই সে বন ছেড়ে লোকালয় ভ্রমণে বের হল। এক বাড়ির পিছন দিয়ে যাবার সময় শুনতে পেল ছোট এক ছেলে পড়ছে ‘সিংহ হল বনের রাজা কেশর আছে ঘাড়ে, সিংহ হল বনের রাজা কেশর আছে ঘাড়ে....”।

তাই শুনে সিংহের মন ভাল হয়ে গেল। বনে গিয়ে দেখা হল গরগোসের সাথে, তাকে বললো বলতো বনের রাজা কে? খরগোস ভয়ে ভয়ে উত্তর দিল, কে আবার আপনি। একে একে শিয়াল, বাঘ, ভাল্লুক সবাইকে একই প্রশ্ন করলে প্রাণের ভয়ে সবার একই জবাব বনের রাজা আপনি ছাড়া আবার কে? সিংহ এতে আল্লাদে আটখান। ঘুরতে ঘুরতে দেখা এক পাগলা হাতীর সাথে। সিংহ একটু সমীহ করে বললো, ‘বলেন তো বনের রাজা কে’? হাতী কিছুক্ষণ গম্ভীর হয়ে থেকে সিংহকে দ্রীম করে এক লাথি মারল।

সিংহ অনেক দূরে গিয়ে পড়ল। গায়ের ধূলা ঝাড়তে ঝাড়তে সিংহ বললো, ‘বললেই তো পারতেন জানি না, লাথি মারলেন কেন’? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.