আগের টেস্টটা বৃষ্টির বদান্যতায় ইংল্যান্ড ড্র না করলে হয়তো জমজমাট এক অ্যাশেজ সিরিজের রোমাঞ্চই পাওয়া যেত এবার। প্রথম দুই ম্যাচে এক রকম অসহায় আত্মসমর্পণ করা অস্ট্রেলিয়া যে তৃতীয় টেস্ট থেকেই ঘুরে দাঁড়িয়ে। সেই ঘুরে দাঁড়ানোর প্রতিচ্ছবি থাকল চতুর্থ টেস্টের প্রথম দিনেও। নাথান লায়নের ঘূর্ণিতে কোণঠাসা ইংল্যান্ড। প্রথম দিনটা তারা শেষ করেছে ২৩৮ রানে, হাতে মাত্র একটা উইকেট।
৯ উইকেটের চারটিই শিকার করে ক্যারিয়ারের চতুর্থ পাঁচ উইকেটের সামনে এই স্পিনার।
চেস্টার-লি-স্ট্রিটে ইংল্যান্ডের শুরুটা কিন্তু ভালোই হয়েছিল। ১ উইকেটে তুলে ফেলেছিল ১০৭ রান। কিন্তু পরের ৯৩ রান তুলতেই আরও ৮ উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। বলে না দিলেও চলছে, নিয়মিত বিরতিতেই সাজঘরে ফিরেছেন পিটারসেন-বেল-বেয়ারস্টোরা।
দুই ওপেনার জো রুট ও অ্যালিস্টার কুককে ফেরান শেন ওয়াটসন ও জ্যাকসন বার্ড। এর পরই দৃশ্যপটে আবির্ভাব লায়নের। ইংলিশ লাইনআপের তিন থেকে ছয়—এই চার ব্যাটসম্যানকেই তুলে নিয়ে মেরুদণ্ডটা ভেঙেছেন তিনিই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।