আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনের সকল ধরনের কাজ কে আমি দুই ভাগে ভাগ করি

এবার আসি ওয়েবসাইট ডেভোল্পমেন্ট এ। ধরুন আপনি ফেসবুকের একটি পেজ এ কিল্ক করেছেন। যার ফলে সে আপনাকে ওই পেজের সেই সব ইনফরমেশন আছে সেইগুলা দেখাচ্ছে। ডেভোলপমেন্ট এর কাজ হ্ল, আপনি যেই পেজে লিংকে কিল্ক করেছেন সেই লিংকটা জেনারেট করা এবং সেই লিংক এ কিক্ল করলে যেই ইনফরমেশন শো করছে তাকে ডাটাবেজ থেকে নিয়ে ওই লিংক এর আন্ডারে দেখানো। এখন ডাটাবেজ কি? ডাটাবেজ হল এমন একটি তথ্য ভান্ডার যা বিভিন্ন উপায়ে বিভিন্ন ভাবে তথ্য সংরক্ষন করে।

এখানে আর একটি কথা আছে, আপনাকে যে ডাটা বা তথ্য গুলা দেখাচ্ছে সেটা কিভাবে দেখাবে তা ডিজাইন নির্ধারন করে। ডেভোলপমেন্ট এর কিছু লাঙ্গুয়েজ হ্লঃ PHP,ASP.NET,Python etc. আর MySQL একটি ডাটাবেজ সিস্টেম। যেখানে তথ্য সংরক্ষন করা হয়। এইখানে একটি অক্ষর মাত্র বাইট পরিমান জায়গা নেই। আবার এই দুইটি পার্টে বা কিভাবে কাজ করছে তার উপর ভিত্তি করে আবার দুই ভাগে ভাগ করা যায়
1. static 2. Dynamic
আজ এই পর্যন্ত।

অনেক দিন বাংলাই লেখালিখি করি না তাই কান্ত হয়ে গেছে আঙ্গুল গুলি। এর পরে 1. static 2. Dynamic নিয়ে একটু আলোচন করব। সাথে আরো আলোচনা করব "ওয়েবসাইট ডিজাইন এবং ডেভোল্পমেন্ট এর পর এর ভিতরের তথ্য অনুযায়ী আরো কয়েকভাবে ভাগ করা হয়। সেই গুলা সম্পর্কে কিছু জানব"

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৩০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.