ক্ষেপাইতে চাইলে akayes@yahoo.com মেইল করেন :)
আমরা নেট ইউজ করার সময় জান্তে বা অজান্তে বিভিন্ন কাজ করে থাকি। তার মধ্যে কিছু কাজের ফলাফল- ভাইরাস, স্পাইওয়ার এটাক, প্রাইভেসি নস্ট সহ বিভিন্ন হুমকীর সম্মুখীন হওয়া সহ ভয়ংকর পরিস্থিতির সুষ্টি হতে পারে। এমনই কয়েকটি কাজের কথা উল্লেখ করা হলো যা থেকে আমাদের সাবধান থাকা উচিৎ।
১। অপরিচিত প্রেরকের মেইলের এটাচ্ ফাইল ওপেন করা, সেটা ইমেজ, ওয়ার্ড, গান কিংবা প্লেইন টেক্সট ফাইল যাই হোক না কেন।
২। আন-ভেরিফাইড বা আন-অথরাইজড্ সফ্টওয়ার ইন্সস্টল করা।
৩। সিকিউরিটি টুলস্ বা ফায়ারওয়াল ডিজেবল রাখা।
৪।
না বুঝে বা না জেনে এইচটিএমএল, পিএইচপি, জাভা বা যে কোন প্রোগ্রামিং ফাইল ওপেন করা।
৫। পর্ণ বা অন্য যে কোন ইল্যিগ্যাল সাইট ব্রাউজ করা।
৬। ব্রাউজারের মাধ্যমে, ম্যাসেন্জারের মাধ্যমে কিংবা যে কোন চ্যাটিং সফ্টওয়ারের মাধ্যমে পাসওয়ার্ড, সিক্রেট কোড, বা পারসোনাল ইনফর্মেশন দেয়া।
৭। প্রতিনিয়ত পর্ণ বা অন্য যে কোন ইল্যিগ্যাল সাইট বার বার ব্রাউজ করা।
৮। অপরিচিত বা অনিরাপদ ওয়ারলেস কানেকশনের মাধ্যমে অনলাইনে কানেক্ট হওয়া।
৯।
বিভিন্ন সাইটে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করা।
১০। বিভিন্ন গ্যাম্বলিং, হ্যাকিং সাইটে চ্যাট করা, ডাটা, ফাইল শেয়ার করা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।