আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রী পটুয়াখালী যাচ্ছেন তাই হরতাল প্রত্যাহার!

لا إله إلا الله محمد رسول الله পটুয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা আজ সোম ও কাল মঙ্গলবারের ডাকা হরতাল প্রত্যাহার করা হয়েছে। বিএনপি ও ১৮ দলীয় জোটের হরতাল প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘রাজনীতিতে এ ধরনের সংস্কৃতি থাকা ভালো। জোটের নেতাদের ধন্যবাদ। ’ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ১৯ মার্চ (মঙ্গলবার) পটুয়াখালী সফরে আসবেন।

তিনি পটুয়াখালী সদর ও দশমিনা উপজেলায় কিছু উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। যেহেতু আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি, তাই পটুয়াখালী জেলার গণমানুষের কথা বিবেচনা করে ১৮ দলীয় জোট পটুয়াখালী জেলা শাখার সভার সিদ্ধান্ত মোতাবেক হরতাল স্থানীয়ভাবে প্রত্যাহার করা হলো। ========================= রাজনীতিতে এ ধরনের সংস্কৃতি থাকা ভালো। জোটের নেতাদের ধন্যবাদ। এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

দেশের মানুষের কথা চিন্তা করে সকল কর্মকান্ড পরিচালনা করতে হবে। আর প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে হরতাল প্রত্যাহার না করে জনগনের প্রত্যাশা অনুসারে হরতাল চিরতরে বনধ করে অন্যকোন পথ খুজে পেলে জনগন মনে হয় বেশি খুশি হবে । নয়তো হয়তো কেউ প্রশ্ন করে বসতে পারে, প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে হরতাল প্রত্যাহার করা হল তাহলে বিএনপি হরতাল করে কার বিরুদ্ধে ? জনগণের বিরুদ্ধে ? নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি হবে এমন আশা করতেই পারি । সুত্র : প্রথম আলো : Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.