প্রথম দিনে ঘাস ম্যাচ রেফারির কাছে খেলাতে বিঘ্নসৃষ্টিকারী মনে না হলেই চলবে। আর বাকী ক দিন ঠিক প্রথম দিনের উচ্চতায় ঘাস রাখতে হবে। কমানোও যাবে না, বাড়তেও দেওয়া চলবে ...এটা হইলো মাঠের ঘাস রাখার নিয়ম। এখন কথা হয়লো... কাল সকালে শ্রীলংকা এক ইঞ্চি ঘাস কেটে ফেলছে, এক রাতে কি এক ইঞ্চি ঘাস বাড়ে? আর বাড়লেও ... একই নিয়মে আজ সকালে কি এক ইঞ্চি ঘাস কাটা হয়েছে? আন্তর্জাতিক ক্রিকেটে সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কাকে জেন্টাল মনে হতো... বাট ঘাস নিয়ে যে ছ্যাঁচড়ামিটা করলো... আর সকালে সাঙ্গার আউট নিয়ে যে তামাশা করলো, মুখে থুতু জমছে। সামনে থেকে সরে দাড়াও... মুখে থুথু জমছে। ক্রিকেটীয় ভদ্রতা জ্ঞান যাদের লোপ পেয়েছে... তাদের থুথুই মারা উচিৎ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।