আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীলঙ্কার ১২ রানে জয়

শ্রীলঙ্কার দেয়া ২৯৭ রানের টার্গেটে খেলতে নেমে ৪৮ ওভার ৫ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ফলে শ্রীলঙ্কা ১২ রানে জয়ী হয়।

এর আগে পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার এশিয়া কাপের ১২তম আসরে নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা দলের উল্লেখযোগ্য রান করেন- কৌশল পেরেরা (১৪), লাহিরু থিরিমান্নে (১০২), কুমার সাঙ্গাকারা (৬৭), মাহেলা জয়াবর্ধনে (১৩), দিনেশ চান্দিমাল (১৯)*, অ্যাঞ্জেলো ম্যাথুস (৫৫)*, চতুরঙ্গ ডি সিলভা (২), থিসারা পেরেরা (৬)।

অতিরিক্ত হিসেবে শ্রীলঙ্কা পান ১৮টি রান।

পাকিস্তানের পক্ষে শহিদ আফ্রিদি ২টি, উমর গুল ২টি ও সাঈদ আজমল ১টি করে উইকেট পান।

পাকিস্তান দল : শেরজিল খান, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শোহেইব মাকসুদ, মিসবাহ উল হক (অধিনায়ক), উমর আকমল(উইকেটরক্ষক), শহিদ আফ্রিদি, বিলাওয়াল ভাট্টি, উমর গুল, সাঈদ আজমল, জুনায়েদ খান।

শ্রীলঙ্কা দল : কৌশল পেরেরা, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), মাহেলা জয়াবর্ধনে, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস(অধিনায়ক), চতুরঙ্গ ডি সিলভা, থিসারা পেরেরা, সচিত্র সেনানায়েকে, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.