নেদারল্যান্ডসকে ৯ উইকেটে হারিয়ে জয় পেয়েছে শ্রীলঙ্কা। নেদারল্যান্ডসের করা ৩৯ রানের জবাবে মাত্র ৫ ওভারে ১ উইকেট হারিয়ে সহজে জয় পায় তারা।
৪০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কান ওপেনার কুশল পেরেরার উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে শ্রীলঙ্কা। ১৪ রানে আউট হন কুশল পেরেরা। বাকি কাজটুকু সারেন অপর ওপেনার তিলকরত্নে দিলশান ও মাহেলা জয়াবর্ধনে। দিলশান ১২ এবং জয়াবর্ধনে ১১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। লঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুস ম্যাচসেরার পুরস্কার পান।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ১০.৩ ওভারে ৩৯ রানে অলআউট হয়। সেই সাথে টি-২০ ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন স্কোরের রেকর্ডের খাতায় নাম লেখায় তারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।