আমারে দিবো না ভুলিতে সাধারণত শোনা যায়, কোনো একটা ছোট ও দরিদ্র দেশের চেয়ে কোনো কোনো বিলিনিয়ারের সম্পদ বেশি। কিন্তু এবার জানা গেল, কোনো গরিব দেশ নয়, বরং আমেরিকার চেয়ে অ্যাপলের কাছে খরচ করার জন্য বেশি অর্থ আছে! যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ও অ্যাপলের সবশেষ তথ্য সেটাই বলছে। মন্ত্রণালয়ের হিসাবে, ব্যয় করার জন্য সরকারের হাতে এখন আছে ৭৩.৭ বিলিয়ন ডলার। আর অ্যাপলের হিসেবে বলছে তাদের কাছে আছে প্রায় সাড়ে ৭৬ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের আর্থিক পরিস্থিতি যেখানে নাজুক অবস্থায় আছে সেখানে অ্যাপলের ভাণ্ডার দিনদিন ফুলে ফেঁপে উঠছে।
এর কারণ আইফোন আর আইপ্যাডের সাফল্য। গবেষণা প্রতিষ্ঠান ‘স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স’-এর সামপ্রতিক প্রতিবেদন বলছে, স্মার্টফোন ব্যবসায় নোকিয়ার চেয়ে এগিয়ে গেছে অ্যাপল। আইফোন হলো অ্যাপলের স্মার্টফোন। প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের দ্বিতীয় ভাগে নোকিয়া স্মার্টফোন বিক্রি করেছে দেড় কোটির কিছু বেশি। যেটা আগের বছর ছিল আড়াই কোটির কাছাকাছি।
অন্যদিকে, অ্যাপল এ বছর বিক্রি করেছে প্রায় দুই কোটি ফোনসেট। যেটা আগের বছর ছিল মাত্র ৮৫ লাখ। অর্থাত্ নোকিয়ার চেয়ে অ্যাপল প্রায় ৫০ লাখ সেট বেশি বিক্রি করেছে। আইপ্যাড, আইফোনের কারণে অ্যাপলের লাভ বহুগুণে বেড়েছে। অবশ্য শুধু অ্যাপল নয়, স্যামসাং-এর চেয়েও পেছনে পড়ে গেছে নোকিয়া, স্যামসাং-এর স্মার্টফোন বিক্রি বেড়েছে প্রায় ৫১৯ গুণ অর্থাত্ গত বছর ছিল মাত্র ৩০ লাখ আর এবার সেটা হয়েছে এক কোটি নব্বই লাখ।
মানে নোকিয়ার চেয়ে ২৫ লাখ বেশি। তবে স্মার্টফোন বাদ দিলে বিশ্বব্যাপী মোবাইল ফোনসেট বিক্রিতে নোকিয়া এখনো সবার চেয়ে এগিয়ে| যদিও আগের চেয়ে বিক্রি কিন্তু কমে গেছে| আগে যেখানে ফোনসেট বাজারের প্রায় ৩৯ ভাগ ছিল নোকিয়ার দখলে, এখন সেটা কমে দাঁড়িয়েছে মাত্র ২৪ ভাগে। ছোট ছোট কিছু কোম্পানিও কেনার কথা চিন্তা করছে অ্যাপল। যেমন ‘ভয়েস রিকগনিশন’ জাতীয় বিভিন্ন সিস্টেম নিয়ে কাজ করে যেসব কোম্পানি তারা অ্যাপলের ভাবনায় রয়েছে। এসব কোম্পানি কিনে অ্যাপল তাদের ডিভাইসে ওইসব সুবিধা যোগ করতে পারে।
কিছুদিন আগে অ্যাপল মাইক্রোসফটসহ আরও পাঁচটি কোম্পানির সঙ্গে মিলে কানাডার টেলিযোগাযোগ কোম্পানি নরটেল, যেটি বিলুপ্ত হয়ে গেছে, তাদের কাছে থাকা প্রায় ছয় হাজার স্বত্ব কিনে নিয়েছে| এর জন্য ব্যয় হয়েছে প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার।
মানুষের কাছে টাকা থাকলে মানুষ কত কিছুই-না করে। তেমনটাই করার চেষ্টা করছে অ্যাপল। তবে সেটা যদি হয় তাদের পণ্য উন্নয়নের সঙ্গে সম্পর্কিত তাহলে ব্যবহারকারীদের জন্য সেটা খুশিরই খবর। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।