আমাদের কথা খুঁজে নিন

   

তোমায় নিয়ে........

জীবনের অর্থ খুজিনা,তাই জীবনকে অর্থহীন মনে হয়না ....বিচিত্র এই দুনিয়ার সচিত্র মানচিত্রের ছোট্ট একটা বিন্দুর আপাত প্রতিসম একজন হয়ে স্বপ্ন দেখি বিশ্ব জয়ের...কি আজব আমার চিন্তা তাইনা???কি অসীম আমার স্বপ্নের পরিধি...বল্গাহীন ঘোড়ার সাথে বেধে রাখা আমার স্বপ্নের এই সখ্যতা যেন সুতীব্র বেগে ছুটে চলার হাতছানি,হাতছানি অনেক বেশী কিছু পাবার...কিন্তু কখনো কি ভেবে দেখেছি ক্লান্তিহীন স্বপ্নচারী এই মন আসলে কি চায়???আগে জানতাম না। এখন আমি জানি। আমি জানি...আমি চাই শুধু তোমাকে সুখী করতে,আমি চাই সিক্ত হতে তোমার অশ্রুসিক্ত ভালোবাসার নোনাজলে...কারণ তোমাকে ঘিরেই আমার এ পথচলা...তোমাকে পেয়ে ই একজন "আমিত্ব" -র নতুন করে এ জীবনের সাথে চুক্তি করা...... আমি স্বপ্ন দেখি দুরের কোনো এক পাহাড় চূঁড়ায় তোমায় নিয়ে সুখের নীড় রচনা করব। যেখানে থাকবেনা কোনো শহুঁরে ব্যস্ততার হাতছানি,থাকবেনা গতিহীন জীবনের অদ্ভুত গতিময়তা। থাকবেনা বৃক্ষহীন বিস্তীর্ন খোলা প্রান্তরের রুক্ষ “বিদ্রুপ হাসি”।

ঐ আকাশের বিস্তীর্ণ নীলিমার মাঝে বিরান সবুজের অভয়ারণ্যে পাহাড়ী আঁকাবাকা রাস্তাটার ঠিক পরে ই যে কুলকুল ধনীতে বয়ে চলা শীতল সলিলের ছোট্ট পাহাড়ী নদী,তার পাশেই কোনো এক খামার বাড়িতে হবে আমাদের সংসার। থাকবে তুমি,আমি আর স্বপ্নে দেখা আমাদের ছোট্ট সোনামনি দুইটা। জানি সবার মত ই তুমিও চাও আমার “কেউ” থেকে “কেউকেটা” হয়ে ওঠা দেখতে। সেই চাওয়ায় কোনো দোষ নেই। কিন্ত সেই চেষ্টায় আছে সুখ-স্বপ্নহীন জীবনের উচ্চভীলাষী স্বার্থপরতা।

আছে অন্যকে হেয় করার নিষ্ঠুরতা। রয়েছে আরেকজনের বুকে পা দিয়ে উপরে ওঠার নির্মমতা। আমি চাইনা এ ভয়াবহ পরিনতি। চাইনা সাফল্যমন্ডিত উদ্ধত ক্রুর হাসি। আমি তোমাকে দিতে চাই অরণ্যের মাঝে বেঁচে থাকার স্নিগ্ধ সুবাস।

আমি তোমার ঘুম ভাঙ্গাতে চাই ভোরের নাম না জানা পাখিদের কলতানে। আমি তোমাকে দিতে চাই বাড়ীর পাশের ওই পাহাড়ী নদীর মত স্বচ্ছ ভালোবাসা। তোমার খোঁপায় গুঁজে দিতে চাই হন্যে হয়ে খুঁজে আনা কোনো এক পাহাড়ী বাগানের বুঁনো গোলাপ। আমার সন্তানদের উপহার দিতে চাই এক শুদ্ধ জগতের বিশুদ্ধ নিস্বঃশাস.........আমি বাঁচতে চাই...আরো একবার...শুধু তোমায় নিয়ে......... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।