আপনাদের সাথে কিছুটা সময় কাটাবো বলে... দিগন্ত জুড়া আকাশটাতে কি শুধু মেঘ ভেসে চলেছে? একটু ভালো করে চেয়ে দেখ, মেঘের সাদা পাতায় তোমায় লিখে পাঠিয়েছি - আমার না বলা, জমে থাকা কত কথা। ঐ আধ ফালি চাঁদের ঝাপসা আলোতে কি দেখতে পাওনি তুমি? যখন বৃষ্টি নামে, আজও কি খোলা জানালার পাশে এসে বসো তুমি? দুই এক ফোঁটা বৃষ্টির পানি কি- আজও তোমার ঔ মুখটাকে ভিজিয়ে দিয়ে যায়? বৃষ্টিকে বলেছিলাম আমার আদরের স্পর্শ টুকু ছুয়ে দিতে তোমার ঐ মুখে। সেই ছোয়া কি তুমি পেয়েছো ? নাকি অজানা এক দমকা হাওয়া এসে বন্ধ করে দিয়ে গিয়েছিল তোমার ঐ জানালাটিকে সেদিন? আমার অস্তিত্ব টুকু তোমাকে জানান দেয়ার সকল প্রচেষ্টা আজ যখন ব্যর্থ তোমাকে কাছে পাবার সব দার যখন আজ বন্ধ গভীর ব্যকুলতায় তাই ছুটে গিয়েছিলাম তোমার সেই খুব চেনা পথ টি তে। ভেবেছিলাম তোমার দেখা পাব কই তুমি আসনি তো সেদিন......? যখন আবার ঐ পথ দিয়ে চলবে তুমি আমার পদ চিহ্ন টুকু কি চিনতে পারবে ? নাকি আমার পদ চিহ্ন টাকে পায়ে মাড়িয়ে চলে যাবে তুমি বহু দূর... তোমাকে কাছে পাওয়া কি হবে? আর হবে কোন দিন? আমি আবার যাব সেই পথে, তোমার দেখা পাওয়ার আকুলতা নিয়ে, তুমি আসবে কি আর? আসবে কি আর ফিরে সে পথ দিয়ে ? জানি হয়তো আর আসবে না, তবু আমি বসে রবো তোমার ফেরার পথ পানে চেয়ে অনন্তকাল…………….।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।