.... আজ তোমায় মনে করে বিষণ্ণ রাত সরিয়ে দিয়ে সূর্য্য উঠুক ভোরে। দু'হাত তোমার পাতায় ঘেরা সবুজ বনভূমি, সোঁদা মাটির সুবাস হয়ে ছড়িয়ে আছো তুমি। আজ তোমায় মনে করে প্রজাপতির রঙ্গিন পাখায় ইচ্ছেফানুস ওড়ে। পা ছোঁয়ালে যখন তুমি বৃষ্টিভেজা ঘাসে, মনখারাপের প্রহরগুলো খিলখিলিয়ে হাসে। আজ তোমায় মনে করে মেঘলা দিনের আকাশ থেকে স্বপ্ন পড়ুক ঝরে। দু'চোখ তোমার হতেও পারে একলা বিকেল বেলা, বৃষ্টিভেজা শালিক এসে করবে শুধুই খেলা। আজ তোমায় মনে করে ঝমঝমিয়ে বৃষ্টি এলেই বানভাসি অন্তরে। সন্ধ্যা যখন নামবে তোমার ছড়িয়ে দেওয়া চুলে, ঠোঁটের উঠোন থাকবে ভরে হাস্নুহানা ফুলে। গ্রাফিক্সঃ লেখক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।