আমাদের কথা খুঁজে নিন

   

তোমায়

তুমি কি বলবে , চাও নি তুমি আমায় কখনো ? থাকতাম দাঁড়িয়ে অঝোর বৃষ্টির মাঝে কাক ভেজা হয়ে । চেয়ে থাকতাম তোমার চলার পথে চেয়ে থাকি আজো , তুমি ফিরে তাকাবে বলে । সেই লীলাবতী দীঘিতে পতিত প্রতিটি বৃষ্টির ফোঁটা যে মধুর শব্দ তৈরি করে তা আমি তোমার কথায় খুঁজে পাই । সরিষা খেতের সরিষা ফুলের চেয়েও সুন্দর তোমার কাঁচা হলুদ রাঙ্গা মুখ । নিয়তির হাতে সব সোপর্দ করে চলেছি সেই দিগন্তে মেলা পথের পানে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।