যেভাবে পাতাটি ঝড়ে যাই, একা বৃক্ষের শাখা থেকে সেভাবেই যাবো দেখো, কাউকে কিছু না বলে সব ব্যর্থতা থেকে ছুটি নিবো, প্রস্তুতি আজ সারা যেকোন সময় দেখবে সে নেই দিগন্তে যেন রোদ চোখ ভরা এক আকাশ স্বপ্ন ছিলো, বুক ভরা ভালবাসার পিপাসা ছিলো তৃষনার সাদা আগুলে পুড়েছে উজাড় হয়েছে ক্ষরার দহনে হৃদয়ে লুকানো একটি গোলাপ ঝাড় এইযে দহন, এই যে পিপাসা একান্ত সব কথা, বলতেই এসেছিলো একজন ভালবেসেছিলো শব্দ, নারী, ফুল আঁকতে চেয়েছিলো বুকের রক্তে আগুন রঙের ছবি হয়তো তোমরা তাকে ভেবেছিলো প্রেমিক এবং কবি এইটুকু আঁকা, এইটুকু বলা হলে দেখবে শুকনো পাতাটি গিয়েছে ঝড়ে আমার কবিতা আমার মতই একা অভিমানে সেও মরে যাবে একদিন অমরতা আর কাঙ্খিকতা ছিলো নাতো জানবে তুমিও বুক ভরা কি যে ভালবাসার কথা ছিলো বিদায়ের আগে শুনছে কি কেউ দাঁড়িয়ে রয়েছি, যাবে। (এই কবিতাটা আমার না। একজন নাম করা কবির। ছোটবেলাই পড়েছিলাম, এখনও মনে আছে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।