আমাদের কথা খুঁজে নিন

   

দাড়িয়ে থাকা কিছুক্ষণ



সিগারেটের ক্ষিন তাপ হালকা উত্তাপ ছড়ায় ঠোটে অনেকটা তোমার সলজ্জ উষ্ণ চুম্বনের মত কয়েক খন্ড রোদেলা মেঘ কিছুটা নীল ছুয়ে যতক্ষন আকাশে ঘুরে বেড়ায় - অবাধ - চন্চল । কিছুটা ধোয়া ছেড়ে ঘোলাটে করি চারপাশ কয়েকটা চোখ বিড়ক্তি নিয়ে তাকায় কিছুক্ষণ তাকিয়ে থেকে - লাবণ্যময়ী তরুনীটি ফিসফিস করে কিছু একটা বলে পাশে দাড়িয়ে থাকা উজ্জল তরুণকে হয়ত আমাকে নিয়ে কোন মন্তব্য অথবা তাদের প্রেমালাপের অপূর্ন বাক্যের শেষ অংশ । সিগারেটা শেষ হতেই আবার রাস্তায় নামি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।