ধুর
আমাদের দেশে যে কাউকেই যদি প্রশ্ন করা হয় যে সব থেকে বিতর্কিত চরিত্র কোনটি? তাহলে হয়তা রাজনৈতিকবিদ দের নাম আসবে। তার পরেই আসবে পুলিশের নাম। আমার কেউ কেউ পুলিশকেই প্রধান বিতর্কিত চরিত্র হিসাবে দেখতে পারে। যাই হোক এটা নিশ্চিত যে পুলিশ একটি বিতর্কিত চরিত্র।
কিছুদিন আগে ঢাকা কলেজের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটে তার রিপোর্ট করতে গিয়ে অনেক পত্রিকাই লিখেছে যে পুলিশ তখন নিরবে দাড়িয়ে দেখছিল।
অবাক হলাম পুলিশ কেন নিরবে দাড়িয়ে থাকবে? তারা কেন ঘটনাটিকে প্রতিরোধ করার চেষ্টা করলনা? অবাক হওয়া ছাড়া যখন কিছুই পাচ্ছিলাম না ঠিক তখ্নই আরো অবাক হলাম অন্য একটা কথা পড়ে। পুলিশ নাকি ছাত্রদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া করেছে। এবং এই অবস্থাটাকে কিন্তু আর অন্য ভাবে চালাবার চেষ্টা করা হয়েছে। পুলিশের আচরণ এমনছিল যেন তারা ছাত্রদের এই কাজ থেকে বিরত করবে এটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য ছাত্র নির্যাতন।
চিন্তা করে দেখেন, পুলিশ দাড়িয়ে থাকলে দোষ আবার, ঠেকাতে গিয়ে ছাত্রদের লাঠিপেটা করলে দোষ।
হ্যাঁ কেউ কেউ বলবেন, পুলিশ ঠেকাবে, কিন্তু নির্যাতন করবে না। আমি তাদের একটু একটা কথা বলেই রাখি, কেউ যদি মারামারি করতে উদ্দত হয় (ছাত্ররা যেমন হয়েছিল) তখন যে ঠেকাতে যাক না কেন একটু হাতাহাতি তার সাথে হবেই। এখন তাহলে পুলিশের কি ঠেকানর জন্য এগিয়ে গিয়ে মার খেতে হবে?
পুলিশকে সরকার বা জনগন টাকা কেন দেয়? মার খাবার জন্য? নাকি অন্য কোন করনে।
আরও অনেক কিছু লেখার ছিল, কিন্তু হাতে তেমন সময় নাই, পারলে কন্টিনিউ করব পরে।
শেষ করার আগে আমার একটা অনুরোধ, দয়া করে পুলিশের অন্যান্য দোষ যেমন কাজে ফাকি দেওয়া, ঘুষ খাওয়া ইত্যাদি ব্যাপার এখানে টেনে না নিয়ে এসে আমার বিস্ময় টাকে দূর করার মত একটা কিছু মন্তব্য করুন।
আর যারা আমাকে মাইনাস দিবেন, তারা দয়া করে একটু ব্যাখ্যা করবেন যে কেন মাইনাস দিছেন। আমার জানতে ইচ্ছা করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।