আমাদের কথা খুঁজে নিন

   

আমি দাড়িয়ে : (কবিতা)



স্মৃতিমালার হাজারো মালার মাঝে নীলপদ্ম খচিত মালাটি এখনো আমার হাতে আমি দাড়িয়ে। অপেক্ষা... পথ পানে চেয়ে চোখের দু’কোনে স্বপ্ন ভেসে আসে,সোনালি সুদিন দু’জন দু’জনার হৃদয় অন্তরে নাহি বিরাগ নাহি বিচ্ছেদ বেদনা শুধু আনন্দ মোহনা, হাসি, গান, কবিতা। স্বপ্নের মায়াজাল ছিড়লেই আমি দাড়িয়ে। অপেক্ষা... কত হাজারো জন ছুয়ে যায় আমাকে বুঝতে পারি, হয়তো পারি না স্বপ্নের আচ্ছাদনে একটু বিভোর, সেই মায়াজালে ধরাতে আজ শুধু তুমি; আমি যত দুরে যাই সব আমার তোমার মিছে সব অহংকার, সাম্য হেরী এ ধরনি নহে কিছু আর সকলে সবার, আপন আবার আমি দাড়িয়ে। অপেক্ষা... সেই দিনটির যেদিন তুমি আমি মিশে একাকার সবাই সবার ॥

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।