একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।
মাত্র কয়েক মিনিট
তোমার কাছাকাছি ছিলাম
এতোটুকু সময়ে, কতটুকু পাওয়া
আর কতটুকু অভিমানে
ঘুরে ফিরে ঠুনকো কষ্টে
বিষাদ ছিলো মন ।
অজস্র জীবন চেয়ে থাকা তুমি
ক'বার মেলেছিলে স্বলাজ আঁখি
ক'বার মেলেছো ঐ পাপড়ী চোখের
আমার দিকে চেয়ে, অনুক্ষণ !
কি নিঁখুত হিসেব,
কি গাঢ আকুতি, একবার তোমাকে
নাম ধরে ডাকার ।
শেষ পর্যন্ত তুমি, চলেই গ্যালে
হলোনা ফুসরত, এই কথার জগতে
একটি ছোট্ট নাম, একটি সরল
সতেজ কথা শোনাবার !
লিখন
জুলাই-১৫.২০০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।