আমাদের কথা খুঁজে নিন

   

আমি দাড়িয়ে আছি ! আমি দাড়িয়ে থাকবো !!

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! আচ্ছা এমন একটা দিন কি আসবে যেদিন তোমার সব গুলো চাওয়া কেবল আমাকে নিয়ে হবে ! অথবা বৃষ্টির মত দিন গুলো বয়ে যাবে আমাদের কাছে । এমন একটা দিন সেখানে তোমার হাসির প্রতিটি শব্দ ধ্বনি বাজবে কেবল আমার জন্য ! অথবা অশ্রু গুলো গড়িয়ে পরবে আমার চোখের মাঝে ! এমন একটা দিন যেখানে সকালের শুরুটা কেবল আমাদের দুজনের জন্য হবে ! সূর্যের প্রথম কিরন যখন তোমার ঠোটে ঠোট কে রাঙিয়ে দিবে আমি ঈর্ষায় আত্ম হাটা হবে ! যুদ্ধ ঘোষনা করবো !! যেখানে কেবল আমার অধিকার সূর্য তুমি কোন সাহসে তোমার কিরন সেখানে পাঠাও !! যেই দিন গুলোতে তুমি কখনই আমার উপর রাগ করে থাকতে পারবে না । এমন একটা দিন !! আমি জানি আমার উপর অভিমান করে তুমি নিজেই কষ্ট পাচ্ছো ! তাহলে কেন এই রাগ ! কেন এই অভিমান ? তোমার কাছে মনে হচ্ছে আমি হয়তো ইচ্ছে করেই তোমার সাথে এমন টা করছি ! কি হয় রাজি হয়ে গেলে ? তুমি বিশ্বাস করবা না কতবার মেসেজ অপশনে গিয়ে লিখেছি আমার সম্মতির কথা ! কিন্তু সেন্ড বাটন টা চাপ দিতে পারি নি । আমার কেবলই মনে হেয়ছে আমার একটা মেসেজে তুমি অনেক খুশি হবে কিন্তু খুব শীঘ্রই কষ্টও পাবে হয়তো । আম আর যাই করি এইটা অন্তত চাই না যে তুমি কষ্ট পাও ! কিন্তু কষ্ট তো তুমি এখন পাচ্ছ? আমি কোথায় যাবো ? কি করবো ?? এমন অবুঝ হলে কি চলে ? আমার দিকটা একটু তো ভেবে দেখ তুমি !! কত গুলো দিন পরে আমার বাস্তব জীবনটা রঙ্গিন হতে শুরু করেছিল । আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম যে আমার কল্পনার জগতের মত আমার বাস্তব জীবনটাও .............. আমি কখনও দুরে যাই নি !! কখনও যাবো না !! জানলা দিয়ে একটু তাকিয়ে দেখ ! আমি দাড়িয়ে আছি ! আমি দাড়িয়ে থাকবো !! আমি দাড়িয়ে থাকবো !! তোমার হাত টি ধরার জন্য আমি দাড়িয়ে থাকবো !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।