আমাদের কথা খুঁজে নিন

   

উদ্বাস্তু

দেশ আমার শেষ ঠিকানা মনে আছে মনো ? ছাতিমতলা,কলেজের লম্বা মাঠ আর খাল পেরুলে সাখাওয়াতের রেস্টুরেণ্ট , সেই সাখাওয়াত আজ উদ্বাস্তু। মনে পড়ে হাকিম চত্তর,অক্টোবর স্মৃতি ভবন, ইংরেজির পশুপতি দা । স্মৃতির এসব করিডোর থেকে তুইও উদ্বাস্তু ; আমিও। মনো, এই তো আর মাত্র কটা দিন, স্ত্রী-পুত্র-কন্যা, প্রিয় কবিতার বই, সব ছড়ে ছুঁড়ে পৃথিবী থকে উদ্বাস্তু হব তুই আমি আরও কটি চেনামুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।