কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি
রুহের আলম থেকে মায়ের জঠরে
দিয়েছিলে আশ্রয় জরায়ূ কোটরে।
ছিলাম কতো না সুখে পুলকে আরামে
নিরাপদ নির্ভয় দারুল হারামে।
পায়ু-মুখ একাকার গর্ভের ফুলে--
প্রাণে প্রাণে নাড়িসেতু-বাঁধা নাভিমূলে।
ঋতুর স্রবণ যাহা জাহেরে নাপাক
তরল আমিষ পূত করি পরিপাক।
ওম-ওয়াঁ তকবির--প্রণত প্রণব
প্রবল ধকলে হই ভূতলে প্রসব।
ঘর বাড়ি পাড়া গ্রাম থানা জেলা দেশ
নামেতে প্রকাশ মোর ঠিকানাবিশেষ।
মূলে আমি উন্মূল বাস্তুবিহীন--
রিফ্যুজি-শিবির প্রভু গোটা এ জমিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।