আমাদের কথা খুঁজে নিন

   

উদ্বাস্তু ঈশ্বর

লিখি একটা নবজাতকের শরীর চার টুকরো হলো চাপাতির পর হৃদয় ভাঙছে আমার, হে আল্লাহ, ওরফে ঈশ্বর এই অন্তর বিধাতা, মন তোমার একমাত্র বাসস্থান তুমি উদ্বাস্তু হবে খোদা, অতএব সাবধান - ড্রাফট ১.০ নদীদের ধর্ম নাব্যতা, পথিকের ধর্ম পথরেখা এবার বলুন প্রভু প্রভূ, আপনি একবার চোখ খুলে দেখান আমাদের জন্মের সনদে কি লেখা! কোষে কোষে লেখা যে জীবন পাথেয়, যৌথরাত্রিযাপন, সন্তানের অঙ্কুর, স্তনের দুধ সম্পর্কের গুঢ়তত্ব, রক্তসম্পহীন সখ্যতা, প্রভু বলুন একবার বিবেকের হেমশব্দে কোন বাক্য লেখা? * পপির খেতের মত আদিগন্ত কোকেইনের মন্ত্র শঙ্খের রমণীরা ভাল নেই, অধর্মে লেখা হয় তরবারী পূঁথি আমাদের বৃক্ষ ঝুলছে কফিনের বিষ আমরা আক্রান্ত তেতুলিয়া ভাল নেই পতাকার জমি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।