তোমরা যেটিকে বাড়ি বলে অভিহিত করো,
যেখানে প্রত্যেক মানুষের আচলপাতা
ভালোবাসার একটা জায়গা থাকে
আমার সেটি নেই।
না আমার থাকার কথা ছিল না এমনটি নয়।
কিন্তু কিসে আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলে।
তাই আমার ভালোবাসার জায়গাটি নেই।
তাই নিজের ঘর, যেখানে আমার জন্ম,
বেড়ে উঠা সেখানে আমার কোন
স্হান নেই।
এ কথাটা মেনে নিতে আমার কষ্ট হয়,
ভাবি এই দয়া ও করুনার পৃথিবীতে
কি আমার আরাধনা ও কাকভাবনার
একটা জায়গা হবে না?
বিশুদ্ধ বাতাস বইতে কি অসম্ভবতা,
উত্তড় দাও, নিয়তি তোমার কাছে
প্রশ্ন,উত্তর দাও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।