নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন আমি অসহায় উদ্বাস্তু এক সবার কাছে বোঝা, পারিনি হতে কারো বন্ধু বন্ধুত্ব নয় এত সোজা । আমি একদা পেয়েছি অনেক আজ হারিয়েছি সব, পাশে অনেকেই ছিল এতদিন আজ নেই কারো রব । আমি পারিনি হতে কারো চেয়েছি হতে তাই, পাইনা আপন করে কাউকে শুধুই ব্যাথা পাই । আমি পরাজিত সৈনিক এক ব্যর্থতাই সঙ্গী যার, একে একে হারিয়েছি অনেক শেষে হারালাম ভার । আমি ভুলেছি সে পথ আমার হারিয়েছি চেনা দিক, হাজার বছর হেঁটেছি যে পথে সে পথ ছিলনা ঠিক । আমি ভুলেছি রুপালি অতীত সোনার ঘরটি আমার, বাণে ভেসে গেছে সমস্ত সুখ অবশিষ্টটি নেই আর । আমি তবুও হেঁটে চলি পথ, ধুঁকে ধুঁকে বহুদূর, সব দেখেশুনে করি হাহাকার খুঁজি জীবনের সুর । [নিপুণ কাব্য] (ভার বলতে “ওজন” বা “সম্মান” কে বুঝিয়েছি)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।