অনেক চলার শেষে দেখলাম শুরু থেকে সেখানেই দাড়িয়ে আছি ... জানি পারিনি হতে তোমার পথের সাথি হাতে হাত রেখে চলতে, ব্যার্থতা তোমার নয় শুধু আমার হেটেছি আমিই ভুল পথে। মুছে গেছে কাজল তোমার নয়নের জলে হয়েছে মাথার বালিস ভিজে স্যাতস্যাতে, দেয়নি কেউ কদমগুচ্ছ তোমার আঁচলে আমার পথ মিশেনি তো তোমার ঐ পথে। এক আকাশের চাঁদ দুজনেই দেখি কাঁদে মন দুজনের ই বর্ষারাতে, ঘোলা চোখে সাগর দুজনাতে দেখি থাকেনা শুধু আমার হাত তোমারই হাতে। কেটা যায় দিন কেটে যায় রাত কথা শেষে নিরব মোরা দুজন, পাশাপাশি থাকি মোরা একি শহরে তবুও দুরত্ব যোজন যোজন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।