আমাদের কথা খুঁজে নিন

   

দুরত্ব



আমার অতিপ্রিয় একজন মানুষ আমার কাছ থেকে অনেক দুরে চলে যাবে। আমার সাথে তার প্রথম দেখা হয়েছিল এখন থেকে সাত বছর আগে। আমার জীবনের প্রায় প্রতিটি বিষয়, আমার প্রেম, বিয়ে, পড়ালেখা, ক্যারিয়ার, বাবা-মা পরিবার সবকিছু নিয়ে তার সাথে আমার আলোচনা হতো। তার সাথে সখ্যতা হবার পর থেকে অনেক সিদ্ধান্তই আমি আর একা একা নিতে পারি না আগে যা খুব স্বাচ্ছন্দে পারতাম। আমার বন্ধু-বান্ধব, আমার কাজ, আমার আয়-ব্যয় সবই তার জানা ছিল।

প্রতিদিন তার সাথে আমার কথা হতো। তথ্য প্রযুক্তির এই যুগে যোগাযোগ থেমে থাকে না। তারপরও কেমন যেন লাগছে। মনে হচ্ছে আমি একা হয়ে যাচ্ছি। খুবই অসহায় লাগছে আমার।

আমার ভয় হচ্ছে এই দূরত্ব কতটা দুর্বল করে দেবে আমাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।