ভোরের শিশির সিক্ত দোব্বাঘাসের জলমলে হীরক চিলিক
মনকে যেমন করে কোমল
আবার মরা নদীতে পানি
ভরা দুপুরে বৃষ্টি
পথের মোড়ে লজ্জাপতি নুয়ে যাওয়া
তোমার হাসিতে মুক্তোর লুকচুরি তেমন করে আমায় করেছিল পোলকিত
উদ্দেল এক যোবক হাজারো রংয়ের স্বপ্ন বিভোর
তাকে পেরেছ এক কুঞ্জের একটি ফুলে বসাতে
পেরেছিলে আপন ভাষায় বোলাতে
মন্ত্রমুগ্ধ বুলিতে করে নিয়েছিল আপন করে
নীশি -কাব্য উদাস বাওল দুতারার তার ছিরে
দিশে হারা হয়ে বসে যেত
তোমার আচলের স্মিগ্ধতার মোহে
উতালা নেশায় বিভোর
কখন সকাল হয়ে গেল
উত্তাপে সবিতা শুকিয়ে দিল বিন্দুখানি ঘাসের
ঘাস মরা রুদ্রে জলসে আবার
প্রতিক্ষা আবার কোন এক শিশির সিক্ত সকালের
আজ এত দূরে অনেক দূরে তুমি
স্মৃতীর গহ্বরে হাতরে উঠি
ক্ষনে ক্ষনে চোখের কোনে ময়লা মুছার বান করে জল লোকাই
কেননা পরুষ আমি
কান্নার হাত থেকে রেখাই চাই
কান্না শুধুই নারীদের শোভা পায়
আমার এই নিরব কান্নার জল মাটি শিক্ত করেনা
ভোরের সকাল আর দেখা হয়না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।