যদি চাও নিথর হয়ে যাবো পাথর হয়ে যাবো
দুরত্ব কিংবা নিকটের মধ্যে নয়
মধ্যমা থেকেও এবার সাঁতরে চলে যাবো উত্তম কোনো 'মা'-এর কাছে।
যে হস্ত প্রসারিত নয়-অবুঝ
কালের শরীর যে হাত স্পর্শ করে নি
ক্ষীন আলোয় দক্ষিনা পাবে না-আশাহত তীব্বত
কারে সাথে রবে না আর সামান্য কুশল।
যদি চাও বিশাল হয়ে যাওয়া ভুলে যাবো
ভুলে যাবো পাকস্থলির নাম শুরুতেই
চাও যে আমরা যেন দন্তস্ব ভুলে যাই
ভুলে যাই তালে ব স্বর রজনী
যেন ভুলে যাই কথা দিয়ে কথা বেঁধে দেয়া ব্যাথা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।