আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি একজন মুভিখোর? আপনার পিসির সব মুভিগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে দেখুন এই পোস্ট!

সফটওয়্যারের সকল আপডেটেড ডাউনলোড লিঙ্ক পাবেন আমার সাইটে। www.hasanjubair.com মুভি পছন্দ করে না বা মুভি দেখে না এমন মানুষ খুজে পাওয়া কঠিন। অনেকে কম্পিউটার কিনে শুধু মাত্র গান বা মুভি দেখার জন্য। টেরাবাইট হার্ড ডিস্কের এই যুগে কম্পিউটারে মুভি রাখা যায় অসংখ্য। তাই হঠাৎ করে নির্দিষ্ট মুভি খুজে পেতে মাঝে মাঝে বেগ পেতে হয়।

আচ্ছা এমন হলে কেমন হয় ধরুন আপনার পিসিতে ৫০০ মুভি আছে। আর মুভিগুলো ক্যাটাগরি অনুযায়ি থরে থরে ভাবে সাজানো আছে। শুধু তাই না মুভির পোস্টার সহ এমনকি IMDb রেটিংও আছে। আপনি যদি একজন মুভিখোর অর্থাৎ আপনার কম্পিউটারে অনেক মুভির কালেকশন থাকলে অবশ্যই আপনি এমন কিছু খুজছেন। আর এই সকল সুবিধা দিবে Movie Monkey নামের অসাধারন এই সফটওয়্যার।

একনজরে Movie Monkey ফিচারগুলোঃ অটোমেটিক মুভি এড। ক্যাটাগরি অনুযায়ি মুভি লিস্ট। IMDb রেটিং সুবিধা। Watchlist তৈরি করার সুবিধা। টাইটেল,ইয়ার বা রেটিং অনুযায়ি দেখার সুবিধা।

মুভি ব্যানার সুবিধা। লিস্ট থেকেই মুভি চালু করার সুবিধা। আরও কত কি! বিস্তারিত দেখুন এখানে। অটোমেটিক মুভি এড। ক্যাটাগরি অনুযায়ি মুভি লিস্ট।

IMDb রেটিং সুবিধা। Watchlist তৈরি করার সুবিধা। কিভাবে ব্যবহার করতে হবে এইতো? জাস্ট সফটটি ওপেন করে File>Import movies থেকে আপনার মুভি ড্রাইব বা ফোল্ডার শুধু একবার দেখিয়ে দিন। ব্যাস বাকি কাজ সে নিজে নিজেই করবে। তবে মাঝে মাঝে মুভির নামের শেষে dvd rip, 720 ইত্যাদি টাইপ লিখা থাকলে একটা লিস্ট আসবে।

সেখানে ডাবল ক্লিক করে ঐ টাইপ লিখাগুলো মুছে দিন। আর হ্যা প্রথমবার মুভিগুলো এড করতে নেট লাগবে। আমার কম্পিউটারের ৫৫০ মুভির কিছু অংশ দেখুন। ডাউনলোডঃ MOVIE MONKEY সাইজ মাত্র ১০ মেগাবাইট। আর হ্যা এটা পুরাই ফ্রী।

আশা করি আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.