আমাদের কথা খুঁজে নিন

   

বিস্তৃত বিষন্ন মেঘ

...জানে সে যে বহুদিন আগে আমি করেছি কী ভুল, পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে। "বিস্তৃত বিষন্ন মেঘ" কখনো কি শুনেছো আমার প্রকম্পিত হৃদয়ের ছন্দোবদ্ধ গান? দেখেছো কি আমার বুকের ভিতর কী ভীষণ অভিমানে একটি নদী বয়ে যায় অহর্ণিশ? তুমি কি সেই স্রোতস্বিনীর ছল ছল কান্নার সরোদ শুনেছো? তুমি কি আমার চোখের আরশিতে চোখ রেখে আকাশ দেখেছো? জানি সে আকাশে নক্ষত্রের নকশা নেই, নেই সপ্তবর্ণী ছেলেমানুষি আল্পনা, আছে কেবল স্বরচিত শুণ্যতার বিস্তৃত বিষন্ন মেঘ। তোমার কী তখন ছুরির ফলা হতে ইচ্ছে হয়নি? অথবা শাণিত তরবারি? ইচ্ছে হয়নি কাঁচের টুকরোর মত ক্ষুরধার বর্ষণে সেই বিষাদ মেঘের ঘাতক হতে? অদ্বিতীয়া, প্রসারিত করো তোমার দৃষ্টির অন্ত্য সীমা, চোখ রাখো দিগন্তের ওপারে, ছিন্ন করো সব অতীত ও ইতিহাস, আরেকবার পাল মেলে দাও অবশিষ্ট অন্ধ আবেগে দেখো আমার ঘাটেই ভীড়বে তোমার হৃদয়পুরের খেয়া...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.