আমাদের কথা খুঁজে নিন

   

বিস্তৃত হচ্ছে পরীর ডানা

প্রথম বারের মতো বিজ্ঞাপনে অভিনয় করতে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী পরী মনি। ইতোমধ্যে বেশ কয়েকটি ধারাবাহিক নাটক প্রচারিত হয়েছে তার। অন্যদিকে কাজ করে যাচ্ছেন বেশ কয়েকটি চলচ্চিত্রেও। এবার বিজ্ঞাপন জগতে নাম লেখাতে যাচ্ছেন তিনি। দেশের শীর্ষ স্থানীয় একটি মিষ্টি কোম্পানির বিজ্ঞাপনে দেখা যাবে তাকে।

সব কিছু ঠিক থাকলে সানবিম আশরাফের পরিচালনায় বিজ্ঞাপনটির চিত্রায়ন শুরু হবে আজ থেকে।

এ প্রসঙ্গে পরী বলেন, প্রথম বারের মতো বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছি। তাই একটু বেশি উত্সাহিত। যদি ভালো লাগে তাহলে এ ধারা অব্যাহত রাখব।  

মিডিয়াতে পরী মনির প্রথম পরিচিতি ঘটে মডেলিং দিয়ে।

সে সময় বিভিন্ন জাতীয় দৈনিক ও ফ্যাশন ম্যাগাজিন খুললেই চোখে পড়ত পরী মনির ছবি। এভাবেই এক সময় নাটক নির্মাতাদের নজরে পড়েন তিন। এখন পর্যন্ত সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ এক্সটা ব্যাচেলর, নারী ও নবনীতা তোমার জন্য এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এর মধ্যে নারী ও নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন পরী।

অন্যদিকে সিনেপর্দায় অভিনয়ের সুযোগ পেয়েই টিভিপর্দাকে তিনি বিদায় জানান।

রুপালি পর্দায় ডানা মেলতে শুরু করেছেন তিনি। বর্তমানে শাহ আলম মণ্ডলের ভালোবাসা সীমাহীন ছবিতে অভিনয় করছেন। এতে তার বিপরীতে রয়েছেন জায়েদ খান ও আনিসুর রহমান মিলন। ইতোমধ্যে ছবিটির ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরের ভালোবাসা দিবসে মুক্তি পেতে পারে ছবিটি।

 

পরী বলেন, ভালোবাসা সীমাহীন দিয়ে পা দিচ্ছি বড় পর্দায়। আশাকরি ছবিটি সবার ভালো লাগবে। বর্তমানে শাহ আলম মণ্ডলের আরও দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। একটির নাম ‘ভালোবাসার চেয়ে একটু বেশি’ অন্যটি ‘ধান্ধা এজেন্সি ডটকম’ আগামী মাসে ছবি দুটির মহরত অনুষ্ঠিত হবে। তখনই না হয় এগুলোর বিস্তারিত জানাব।

এছাড়া ছোট পর্দায়ও মডেলিংয়ের জন্য প্রস্তাব পাচ্ছি। কিন্তু আমার লক্ষ্য সিনেমা।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.