আমাদের কথা খুঁজে নিন

   

বিবেকের আকুতি

দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা অনৈতিকতার প্রবল তুফানে ভাসমান মুসলিম বিশ্ব। নেই পর্যাপ্ত ঈমান, নেই টিকে থাকার জ্ঞান। যে যার যার মত নিজ বিবেকে তাড়িত হয়ে অথবা অন্যের চিন্তায় আশ্রিত হয়ে বেচেঁ থাকার বা টিকে থাকার ব্যর্থ চেষ্টা করছি। কুরআনকে বানিয়েছি মৃতদের রুহের কল্যাণার্থের পাথেয়গ্রন্থ, হাদিসকে বানিয়েছি স্মৃতিচারণপযোগী পুস্তক। এমন দিশেহারা এ জাতি বিলাসীতায় গা ভাসাতে অহর্নিশি সম্পদ আহরণের নেশায় বিভোর।

জৈবিক চাহিদা মেটাতে গিয়ে পৃথিবীতে আগমন ঘটছে নতুন নতুন অতিথীর। সঠিক পরিচর্যা আর আলোকিত পথ খুজেঁ না পেয়ে পাশ্চাত্যের সংস্কৃতি আর কালচারকে গ্রহণ করছে অবলীলায়। ফলে বিয়ের আগেও যেমন সে অনৈতিকার পথকে বেছে নিয়ে স্বস্তি পাবার নিরর্থক চেষ্টা করছে আবার বিয়ের পরেও নিজের স্ত্রী নিরাপদ নয় স্বজ্জনদের কাছে। এ স্রোতধারা বহমান থাকলে একদিকে ধেয়ে আসবে প্রকৃতির নির্মমতা নামক প্রভুর পক্ষ থেকে সতর্কবার্তা আরেকদিকে মুসলিম নামের এ জাতি পৃথিবীতে পরিচিত হবে একটি সবচেয়ে দুর্বল, অসহায় ও পরনির্ভরশীল প্রজাতি হিসেবে। সময় থাকতে প্রয়োজন প্রস্তুতির, বিপদসঙ্কুল ভয়াবহতার মুখোমুখি হবার আগেই প্রয়োজন স্রষ্টার সাথে নিবিড় সম্পর্ক।

স্যাম্পল ফর ইউ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।