বাড্ডা থেকে বাসে উঠলাম। খুব বেশী ভীড় না হলেও বাসে কোন সিট ফাকা ছিল না। বেশ কয়েকজন যাত্রী দাড়ানো ছিল। এক স্টপিজ থেকেই দুই জন মহিলা যাত্রী উঠলো। আমার একেবারে পাশে এসে দাড়ালো ।
আমার হাতে ভারী একটা ব্যাগ ছিল, চিন্তা করছিলাম ছিটটি ছেড়ে দিবো কিনা ?
নিজের বিবেক আর বসে থাকতে দিলো না। বিবেকের তাড়নায় ছিটটি ছেড়ে দিলাম তাদের জন্য । তারা বসায় নিজেই স্বস্থি পেলাম। যথক্ষন বসা ছিলাম এক অস্বস্থি ভর করছিল। কারন , আমার বিবেক বলছিল ........ তোমার মা বা বোন এরকমই কোন বাসে হয়তো চরছে ।
তুমি এদের সম্মান করো ......... অন্য তাদের সম্মান করবে।
যদিও , এরকম পরিস্থিতি সব সময় থাকে না তবুও ......... একটু সবাই সচেতন হলে আমাদের নারী সমাজের পথ চলা অনেক সহজ হবে..........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।