রামকানাই পন্ডিত
ক্ষুদ্র অপরাধ বোধ, বিবেকের দংশন,
ক্রমে ক্রমে করে সমস্ত সুখ হরণ ।
বিষময় সকাল-দ্বিপ্রহর, নিদ্রাহীন রাত,
মস্তিস্কের মাঝে কার যেন অস্থির কুঠারাঘাত ।
সময়ের প্রয়োজন, বুঝে না তো মন,
নিজেরি কীর্তি মাঝে হয়, বিবেকের হনন ।
মানুষ বলেই আছে লোভাতুর হৃদয়,
অবিরত ঘটে সেথা মূল্যবোধের অবক্ষয়।
পাথর সম ভারী এই অপরাধ বোঝা
কিভাবে বহে সবাই হারিয়ে চক্ষুলজ্জা ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।