আমি কাক নই, আমি মানুষ...
আমরা যখন ভোট দেই তখন কি ভেবে দেই? আপনার বিচার বিবেচনাহীন ভোটের কারণে যে ভালো, সে বঞ্চিত হচ্ছে। শুধু আপনার আবেগের কারণে মেধার অবমূল্যায়ন হচ্ছে। এটা কি ঠিক? আপনার বিচার-বিবেচনা করার ক্ষমতা আছে। আপনার বিবেককে প্রশ্ন করে দেখুন, আপনি কি ঠিক কাজটি করছেন?
আমাদের দেশে রাজনীতিবিদদের অধঃপতনের এটাও একটা কারণ। কারণ আমরা আমাদের বিবেকের ব্যবহার করি কম।
আমার বন্ধু মুরগি চোর সলিমুল্লাহ ভোটে দাঁড়িয়েছে। দে ভোট। বিচার-বিবেচনা না করে, বিবেক বিসর্জন দিয়ে যাকে ভোট দিলেন সে কিন্তু যোগ্য নয়। তাই তার কাছে আপনি কেমন করে ভালো কাজ আশা করেন?
গত নির্বাচনে আমি ভোট দেইনি। একজন সচেতন নাগরিক হিসেবে ভোট না দেয়াটা অন্যায় বলেই আমি মনে করি।
আমার ভোট দেয়ার অধিকার আছে। তবুও দেইনি। কারণ যারা ভোটে দাঁড়িয়েছিল তারা কেউ যোগ্য নন। আমার বারবার এটাই মনে হয়েছে যে, মৃত্যুর পর সৃষ্টিকর্তা আমাকে প্রশ্ন করবেন, তুমি তো জানতে লোকটা চোর, খুনি, প্রতারক, বাটপার। তোমার বিবেক ছিল, বিচার-বুদ্ধি ছিল, তারপরও তাকে তুমি ভোট দিয়ে চুরি করার সুযোগ করে দিয়েছ।
অতএব তার অপরাধের পাপের ভাগ কি তোমারও প্রাপ্য নয়?
আমি সৃষ্টিকর্তাতে কী উত্তর দেব?
যদি কখনো ‘না ভোটে’র ব্যবস্থা থাকে। তবে অবশ্যই ভোট দেব। আমার ভোট দেয়ার অধিকার কেউ হরণ করতে পারবে না। আমার মনে হয় ‘না ভোটে’র ব্যবস্থা থাকলে এখনকার রাজনীতিবিদদের ৮০ ভাগ আর কখনো প্রার্থী হতে পারবে না।
এমন তো আমাদের দেশে অনেক হয়েছে।
ভোট দিয়ে আকাশে তুলে দিয়েছেÑ এখন তার গানের ক্যাসেট বের হলে ২ হাজার কপিও বিক্রি হয় না। শুধু আবেগের বশবর্তী হয়ে মানুষ যে ভালোবাসা দেয়, তা কখনো সুখের হয় না।
সুনাম কেনা নয় বরং অর্জন করুন। দেখবেন কত মানুষের শুদ্ধ ভালোবাসা আপনার চোখে ঘাসফড়িং হয়ে উড়ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।