আমাদের কথা খুঁজে নিন

   

হারার পথে বাংলাদেশ!!

অন্ধ নই....

শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের কাছে হারার স্বাদ নিতে যাচ্ছে বাংলাদেশ। । বাংলাদেশের ২৩৫ রানের টার্গেটে ৩৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১৯৩ রান করে ফেলেছে আয়ারল্যান্ড। ইদানিং বাংলাদেশের কয়েকজন ব্যাটসম্যানদের বড় স্বার্থপর মনে হচ্ছে। এরা যেদিন বড় স্কোর গড়বে, সেদিন বাংলাদেশের পরাজয়ের সম্ভাবনা।

এখনো যদি বাংলাদেশ সম্মান জনক স্কোর আর ৫০ ওভার টিকে থাকতে মাঠে নামে তবে এত টাকা খরচ না করে ক্রিকেট খেলা বাদ দেয়া উচিত। আজ জুনায়েদ ১০০ করেছে। । ২৮ রানে ৩ উইকেট পড়ার পর তার ধৈর্যশীল ব্যাটিং কাম্য ছিল। ।

কিন্তু স্লগ ওভারে তার মতো সেট ব্যাটসম্যানের ব্যাটিং মনে হয়েছে নোংরামী। । জাস্ট ১০০ রান পূরন করার পর সে হয়তো মনে করেছে 'পাইছি' । । এতক্ষন বাংলাদেশকে বাশ দিলাম,, এখন যাইগা।

। ঠিক ১০০ রানেই আউট জুনায়েদ। । গত কয়েকট ম্যাচেও সমান চিত্র ফুটে উঠেছে দুই জন জঘণ্য ক্রিকেটারের মাঝ থেকে। ।

এরা হচ্ছেন ইমরুল ও রকিবুল। । এদের ধারনা বাংলাদেশ হারুক তবু যেন পরের ম্যাচ টেকার মতো রান পাই। । এরা হাজার রান করলেও দলকে জয়ে নূন্যতম ভূমিকা কোনদিন রাখতে পারবেনা।

। আরেকটা খেলোয়ার মাহমুদুল্লাহ। । সে কি বোলার না ব্যাটসম্যান। ।

২/৪ ওভার বল আর ৭/৮ নম্বরে নেমে ১০/১২ রান। । । নাম তার অলরাউন্ডার। ।

তার জায়গায় একজন বোলার বা ব্যাটসম্যানকে সুযোগ দিলেই'তো হয়। । । আজ এতো বছর খেলার পর মনে হচ্ছে বাংলাদেশের খেলার মান মোটেও উন্নত হয়নি। ।

সময়ের সঙ্গে সব দলেই আধুনিকতা এসেছে,, যার ছোয়া বাংলাদেশেও লেগেছে। । কিন্তু একটা মানসম্মত খেলোয়ার বা ভরসা করার মতো একটা দল বাংলাদেশ কখনো। । এই ছাগল,, আশরাফুল, যাকে এতোকাল ঘাস খাওয়ানোর পরেও কাজ হলোনা।

। না আছে ভিত্তি শক্ত করা মিডল ওর্ডার। । লজ্জা লাগছে--কারন এরপরেও বাংলাদেশের সমর্থক জন্মগতভাবেই। ।

আমার ধারনা বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস বাদ দেয়া উচিত। । অন্ততপক্ষে ওয়ানডে খেলাটা আগে শিখুক বাংলাদেশ। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.