তরুণ ব্লগার ০১৭১৯২৩২০১২
দিকে দিকে আজ বাংলার জয় পড়ে গেছে ঐ
এমন দিনে মা গো আমার বঙ্গবন্ধু কই?
মুজিব কি মা ভুলে গেছে বাংলাদেশের কথা
বাংলা যে মা তারই স্মৃতি তারই রক্ত গাঁথা।
বাংলাদেশের পাক হানারা আজো টিকে আছে
তাড়িয়ে দিতে কেন মা আজ মুজিব আসে না যে?
বাংলাদেশের রক্ত জবা, পলাশ কৃষ্ণচূড়া
সবই যে মা শেখ মুজিবের রক্ত দিয়ে গড়া।
তাই কি যখন ওদের দিকে দু চোখ তুলে চাই
কেঁদে বলি নাই রে মোদের বঙ্ঘবন্ধু নাই।
বল না মা মুজিব কোথায় আসবে আবার কবে
কবে আমার এই দেশটা সোনার বাংলা হবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।